এই
জীবনের মধ্যেই অন্য এক জীবন চেয়েছিলাম। অন্য এক রূপকথা জীবন। অন্য এক আগুন জীবন।
অথচ চাইলেই পাওয়া যায়না সবকিছু এটা ধ্রুবসত্য। অথবা অধিকাংশই খুব কম চাইলেও।
জলরঙের ক্যানভাসে শুধু পড়ে থাকে ওষুধের শেষ হয়ে যাওয়া সার সার ফয়েল, ডাক্তারের বিল
আর জমে ওঠা ব্যথা ও ক্লান্তি পিঠোপিঠি হয়ে। সেরে ওঠা নেই, মরে যাওয়াও নেই, কেবল
টেনে নিয়ে যাওয়া। এই জীবন পেরোতে চেয়েছিলাম পাহাড় সমুদ্রের মতো। ভেবেছিলাম বন্ধ
দরজার ওপারে আসলে সবুজ একটা মাঠ আছে, যার নাম কবিতা।
No comments:
Post a Comment