বড় হয়ে
রোজ রোজ অসুখ করলে কিছুতেই আর ছোটবেলার মতো ‘অমল’ হওয়া যায় না। কিছুতেই ভাবা যায় না ‘দইওলা’র মতো কেউ কী নিদেনপক্ষে ‘ঠাকুরদাদা’ এসে গল্প
শোনাবে। রাজার কাছে চিঠি লিখলে যে উত্তর মিলবে না কেমন তা স্পষ্ট জানা থাকে।
ছোটবেলায় এই সব না ঘটাগুলো ভুলিয়ে দেয় মা,গল্পে,গানে। আর ঠিক এই জন্যই,এই জন্যেই অসুখ করলে আর যাইহোক বড় হতে নেই। কিম্বা বড় হয়ে
অসুখ করতে। মায়েদেরও তাতে বয়স বেড়ে যায় যে। কিছুতেই আর ছোটবেলার মা মেলে না।
তবু
কারোর কারোর রোজ অসুখ করে। এমন কী না চাইলেও বড় হয়ে গেলেও।
No comments:
Post a Comment