সমস্ত
ক্লান্তিগুলো একদিন জড়ো করে রেখে আসব তোমার উঠোনের একপাশে। সমস্ত বেদনাগুলো তোমার
আলনায় এলোমেলো হয়ে থাকবে। সব বিষাদ উপুড় হয়ে পড়ে থাকবে ওই বিছানায়। আর তোমার জানলার
নীচে যেখানে রঙ্গন গাছটিতে লাল ফুল ফুটেছে, ওইখানে, ঠিক ওইখানটিতে রেখে আসব আদর।
রোজকার
মতো বাড়ি ফিরে এঘর-ওঘর খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে বারান্দায় এসে দাঁড়ালে দেখবে
দিগন্তরেখায় নীল-রাঙা মেঘে আঁচলের প্রান্তখানি আঁকা হয়ে আছে।
No comments:
Post a Comment