স্মৃতির ভেতর তোকে রাখিনা কখনও -
এই সময়ের মতো মরে যাওয়া স্মৃতির হাঁ-করা গহ্বরে।
স্মৃতি তো পুরোনো কাগজ, ফেলে দিলেই মুক্তি।
এতটা জীবন্ত একটা মানুষকে কেবল লিখে রাখা যায় – কলমে অথবা বিষণ্ণতায়।
স্মৃতির ভেতর তোকে রাখিনা কখনও – সময়ের ভাঁজে।
জলকণায় রাখি, অথবা দুই চোখে।
No comments:
Post a Comment