কেউ কেউ উপন্যাসের চরিত্রের মতো হয়।
সেইসব কাহিনির যা বারবার পড়লেও আবারও পড়তে
ইচ্ছে করে। এবং তারপরেও
পুরোনো হয়না। আবার কেউবা প্রায় অপঠিত বইয়ের
পাতা থেকে নেমে আসে।
কিন্তু এমন সব জটিল চরিত্ররা যখন বাস্তবে
হাজির হয় সত্যি সত্যি তাকে মেনে নিতে পারাটা শক্ত হয়ে যায়। গতানুগতিকতায় অভ্যস্ত মানুষ।
সাধারণকে নিয়েই তার ঘর-সংসার। চেনা কাঠামো ভেঙে গেলে তাকে মানতে পারেনা মন থেকে।
তবু উপন্যাসের চরিত্রেরা জন্ম নেয় রোজকার
জীবন থেকেই। চিরকাল।
No comments:
Post a Comment