গতকাল
রাত্তিরে খুব ঝড়-বৃষ্টি হয়েছিল। আর তখনই ঈশ্বর এসেছিলেন আমার ঘরে।
সকালে
ঘুম থেকে উঠে ঝকঝকে রোদের দিকে চেয়ে ভাবছিলাম স্বপ্নটা বেশ।
তারপরেই
জানতে পারলাম শেষরাতে প্রবল শিলাবৃষ্টি হয়েছে।
দরজা তো
দূরের কথা কোনও জানলার আধখানা কাঁচ পর্যন্ত ভাঙেনি বন্ধ থাকায়।
ভারী
দুঃখ হল ঈশ্বর বেচারার জন্য – শেষরাত্তিরে প্রবল বৃষ্টিতে ভিজে, মাথায় শিলের বাড়ি খেয়ে
কাঁপতে কাঁপতে ফিরে গেছেন।
আর
কোনদিনও এই রিস্ক নেবেন!
No comments:
Post a Comment