কত
অনায়াস শব্দোচ্চারণ – জীবন মৃত্যু প্রেম বিরহ বন্ধুত্ব সম্পর্ক এমন কী বিপ্লব –এইসব, সবকিছু! অ্যাতোটা
অনায়াস শব্দচয়ন কি অনুভূতি শূন্য করে তোলে না? অ্যাতো অনায়াস শব্দোচ্চারণ কিছু কি বোঝায়
আদৌ? একটি শব্দেই মৃত্যুর দেনাপাওনা শেষ হয়। কার্পণ্য মৃত্যুর প্রতি? বেঁচে থেকে
যে মৃত্যু আস্বাদন করে অথবা জীবন যাকে দূরে নিয়ে যায় তাকে কোন শব্দের অভিঘাতে ধরে
ফেলব এক মুহূর্তে? দূর থেকে ভেসে আসা সুর কি বাঁধা যায় যন্ত্রের নিস্পৃহতায়?
বিপ্লব বা প্রেম কেউই আজ আর দীর্ঘজীবী নয় – সমার্থক শব্দদুটি নিহত হওয়ার আগের মুহূর্তে ভেসে বেড়ায় কবিতার
অক্ষরমালায়। শব্দের বিরহ নেই ভাগ্যিস! নাহলে এইসব শব্দ ও অক্ষরমালা নিস্তব্ধ হলে
কোনও মায়ালোক সৃষ্টি হত না কোথাও। বন্ধুত্ব চমৎকার সহজলভ্য ভাতের থেকেও। প্রতিদিন
নতুন অক্ষরমালার জন্ম ও মৃত্যু হয় সম্পর্কের মতো। এইসব মুছে গেলে কেউ মাটিহীন আকাশহীন
হবে না কখনও। শুধু ক্ষুধা ও যুদ্ধ কোনও শব্দনির্ভর না হয়েও বেঁচে থাকবে মানুষ
শব্দের আজীবনে।
No comments:
Post a Comment