মানুষের
লোভ শুধু মানুষকে খণ্ড খণ্ড করে
মানুষেরা
নাম হারায়, অন্যনামে চিনি তারে,
অচেনা
সে, আপনার অন্যকে হত্যা করে,
অন্য
হত্যা করে আপনাকে, অন্যনামে।
পড়ে থাকে
মানুষের খণ্ড খণ্ড লাস।
মানুষ
কেড়ে খায় মানুষের গ্রাস।
অন্য
নামে, অন্য কোনও পরিচয়ে।
অনেক আছে
তার, তবু কেড়ে খায়।
ক্ষুধার্ত
মানুষ মরে,ডাস্টবিনে মুখ গুঁজে থাকে।
মানুষের
লাস স্তুপ হয় ভাগাড়ে ভাগাড়ে।
অন্যনামে
বিক্রি হয়ে যায় নারীমাংস।
যাকিছু
চাইলেই পাওয়া যায়, তাও চাই
অন্য
আকারে – স্বাদ বাড়ে তাতে।
মানুষের
বদলে লোভ হাত চাটে।
যুদ্ধ
হয়, বোমা ফেলে প্রকাশ্যে মানুষ
মারে একে
অন্যকে, গুপ্ত ঘাতকের হাত
শানায়
ছুরির ধার, বোমা বাঁধে আপনার বুকে।
নিজেরই
সমগ্র জমি খণ্ড আরও খণ্ড করে।
যত কেড়ে
নিতে পারে,ততো বাড়ে সাম্রাজ্যের সীমা।
পৃথিবীর
নির্দিষ্ট ভূমি সকলেরই কম পড়ে কিনা!
যে মানুষ
হত্যা করে, কেড়ে খায় নারী ও সুখাদ্য,
অন্য
অন্য নামে - ‘পশু’ বলে গালি দেয় তাকে!
সবশেষে
লড়াই বজায় থাকে চিতা আর কফিনে।
একটিমাত্র জন্ম,এমন কী মৃত্যুও কোনদিন মানুষ করে না।
সবকিছু
শেষ হলে, শুধু ক্ষুধার্ত লোভ জেগে থাকে।
আরও আরও
সুখের প্রত্যাশার দিয়ে যায় উত্তরাধিকার।
No comments:
Post a Comment