Monday, February 22, 2016

ভাবছিলাম

দুদিন আগে পথে বেরিয়েছিলাম, এ পি সি রোডে চোখে পড়ল সার দিয়ে ভারত মহাসভা না কী একটা লেখা গেরুয়া পতাকা। ভালো করে খেয়াল করে দেখিনি। আজ রাস্তায় চোখে পড়ল পদ্মফুল আঁকা অনেক গেরুয়া পতাকা। এও সেই রেলিং-এ আটকানো। মোদীর আগমনের প্রতিফলন।
ভাবছিলাম।
গেরুয়া রঙটা আসলে আমার ঠিক কোনওদিনই সহ্য হয় না। ওটা বৈরাগ্যের রঙ নয়, বৈরাগ্যের মোড়কে ভোগের রঙ। ওটা হিংসার রঙ। ওটা কিছু মানুষের রক্তের রঙ।
ভাবছিলাম।
এই আমার দেশ।
অথচ নানা ধর্ম, জাতি, ভাষা, প্রাকৃতিক বৈচিত্র্যের এই দেশ আমার বড় প্রিয়।
ধর্ম যা ধারণ করে।
ধর্মীয় আচরণ মানুষের ব্যক্তিগত হোক।
রাষ্ট্র কেন ধর্মের নামে সন্ত্রাস করবে?
হিন্দু সন্ত্রাসবাদীদের সন্ত্রাসবাদী বলে না কেন?
মুসলমান মানে সন্ত্রাসবাদী বলে?
যেমন আমাদের কাছে বাঙালি মানে অশিক্ষিত।
শব্দের মানে বদলে যায় ব্যবহারে।
ভাবছিলাম।
গতকাল কী একটা কথায় বলছিলাম, মানুষ ইচ্ছা করলেই দিব্বি বাঁচতে পারত। শুধু যদি নিজেকে একবারও মানুষ বলে ভাবত। সেইটুকু ভাবতে পারে না বলেই যত ঝামেলা, রক্তপাত।
একটাই জীবন, সবাই যদি দিব্বি বাঁচত আর খেতে পাওয়া, আশ্রয়ের মতন বেসিক ব্যাপারগুলো নিয়ে ভাবত তাহলে কোনও জটিলতা ছিল না।
লোভ জিনিসটা একমাত্র মানুষেরই আছে। তাই আর তার ভালোভাবে বাঁচা হলনা একটা জীবন।


ভাবছিলাম।

No comments:

Post a Comment