যখন সবে
বড় হচ্ছি, এইসময়টায়, এই সরস্বতীপুজোর আশেপাশে, বসন্তের শুরুতে যখন বিকেল-সন্ধ্যের
দিকে একটা ভারী মনখারাপের হাওয়া দিত, মনটা কেমন হু হু করে উঠতো অকারণেই। যেন কী
নেই, কী হারিয়ে গেছে, কী পাওয়া হয়নি...।
আজ
অনেকদিন পরে তেমন একটা অনুভূতি হল যেন –
হলুদ বনে
বনে নাকচাবিটি হারিয়ে গেছে, সুখ নেইকো মনে।
No comments:
Post a Comment