ছেলেবেলা,
এই ছেলেবেলা, একটু দাঁড়া, শোন, শুনে যা তাড়াতাড়ি -
কাঁধে
একটু মাথা রাখতে দিবি? এক্কাদোক্কা খেলতে দিবি তোর উঠোনে?
উত্তর
দিস না যে, গাল ফুলিয়ে চলে যাচ্ছিস! বাড়াবাড়ি।
হলুদ
মাখা হাতে এখন সামলে রাখি ঘর-সংসার।
একটু বড়ই
নাহয় হয়ে গেছি, তবু কতই বা আর?
ভাব আড়ি
কী ঝগড়া কিম্বা মারামারি, সব এখনও করতে পারি।
পুজোর
দিনে হলুদ শাড়ি দেখ এখনও পড়তে পারি।
সব এখনও
সব এখনও, কথায় কথায় কান্নাকাটি, মুখঝামাটি
সব
কিচ্ছু। খেলনাবাটি খেলতে পারি তোর সঙ্গেও।
আমায়
একবার ফিরিয়ে নিবি তোর দলে, একবারটি?
No comments:
Post a Comment