Friday, October 9, 2015

ভুলো

জীবনের জরুরি জিনিসগুলো সব এলোমেলো ফেলে রাখি -
ভালোবাসা, কবিতা, ডাক্তারের প্রেসক্রিপশন, ব্লাড রিপোর্ট সব।
দরকারের সময় তাই আর কিছুই খুঁজে পাই না।
খুব শীতের দিনে খুঁজে পাইনা টুপি আর গ্লাভস,
অথবা জ্বরের ঘোরে বন্ধুর হাত।
শেষপর্যন্ত অবশ্য তাতে কিছুই যায় আসে না -
দিন তার নিজের মতোই কাটে, কেটে যায়।
সবই ফেলে রাখি অথবা ছড়িয়ে,
কিন্তু কিছুই তো ফেলে দিইনা এ জীবনে
জানি কোথাও না কোথাও রয়ে যায় ঠিকই।

আর এই বিশ্বাসে দিব্যিই বেঁচে থাকা যায়।

No comments:

Post a Comment