সাংবাদিক
বা ক্যামেরাম্যান হলে পিটুনি ফ্রি আর পুলিশ হলে ডিমপচা। এটা অনেকটা সেই আমার
ভাইঝিকে চচ্চড়ি খাওয়ানোর সময় ঢ্যাঁড়শভাজা ফ্রি-এর মতো। চচ্চড়িটাই পিসির ঠেলায়
গিলতে হচ্ছে, তায় ঢ্যাঁড়সভাজা! নিতান্ত ছাপোষা
মানুষ পেটের দায়ে সাংবাদিক বা পুলিশ হয়। ওপরওলার চোখ রাঙানি তো আছেই, তার ওপরে এত ফ্রি সয় কী করে? ভাবছি এই নেতাটেতাদের এমন কিছু ফাউ দেওয়া যায় না? তাঁরা তো ঠান্ডা ঘরে দিব্য দিন কাটান কী আমেরিকা-ভুটান ঘুরে
বেড়ান। ওদিকে পুলিশ সাংবাদিক পিটোয়, বিরোধীরা পুলিশের গায়ে ডিমপচা ছোঁড়ে, এদিকে নিজেরা মার খায়।
রেললাইনের ধারে কার যেন লাস শুয়ে থাকে - তার নাম বোধহয়
উলুখাগড়া। কারণ জীবনটাই যে ফ্রি-তে চলে গেল তার।
No comments:
Post a Comment