Friday, October 9, 2015

ভ্রমণ

মাঝে মাঝে আমার ভালো থাকতে ইচ্ছে করে না,
ভালোলাগেনা মন্দ থাকতেও।
আর তখন বিছানার ওপর আমার মৃতদেহটা,
যে না কী ভালো অথবা মন্দ থাকতে চায়,
তাকে স্রেফ ফেলে রেখেই বেড়াতে চলে যাই
পাহাড়, সমুদ্র, জঙ্গলের সঙ্গে বন্ধুত্ব করতে,
বন্ধুত্ব করতে আকাশ, নদী আর ঘাসের সঙ্গেও।

এবং চিরকাল আমার বন্ধুসংখ্যা বেড়েই চলে।

No comments:

Post a Comment