মাঝে মাঝে হাতে তোমার জ্যাকেটখানি দিও। হ্যাঁ, গতকাল রত্না আমার বাড়ি বয়ে এসে ওর গোটা দুয়েক গরম জ্যাকেট দিয়ে গেল লাদাখ যাব
বলে। ভারী ভালোলাগল। সপরিবারে এসে কিছুক্ষণ কাটিয়ে গেল গল্পে-ঠাট্টায়। আমিও
যথারীতি না বসে হস্টেলের মতোই এক পা খাটে ভাঁজ করে রেখে আরেকপায়ে দাঁড়িয়ে বকবক করে
গেলাম। বেশ লাগল, ওকে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলাম অল্পবয়সের বন্ধুত্ব।
মায়ের সোয়েটার, বন্ধুর জ্যাকেট, দাদার সুটকেশ - জীবনে ব্যক্তিগত সম্পত্তির খুব একটা দরকার আছে কি? যেটা দরকার আছে তা হল অনেকটা ভালোবাসা।
শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও।
No comments:
Post a Comment