সবাই বিপ্লবের কথা
বলবে এমনটা নয়;
কেউ কেউ নিভৃতে ভালোবাসার
গানও গাইবে।
জেনে রাখো, সকলেই
মিছিলে হাঁটবে না।
হয়তো ভাতের থালা
নি:শব্দে তুলে দেবে
অন্য কারোর মুখে।
প্রতিবাদী লিফলেটের
ধ্বনি-প্রতিধ্বনি না তুলে
উঠোন জুড়ে একান্তে
বুনে যাবে গাছ -
তোমারই শ্বাস নেওয়ার
জন্য।
No comments:
Post a Comment