কালো
পর্দার ওপারে আর আমি বলে কেউ নেই কিছু নেই। অথচ দেখ এ পারে তার কত আয়োজন। কত
কোলাহল।
সাদা
দেওয়াল সাদা চাদর ওষুধের গন্ধ চাপা স্বরে কথা যন্ত্রণার গোঙানি অথবা নি:শব্দতা সেও
এপারেরই।
গেরুয়া
সবুজ লাল ঝাণ্ডারা কোনদিন ওই কালো পর্দার ওপারে উড়বে না। ওপারে যাবে না তরোয়াল
বন্দুক বোমা অথবা ধর্মের চিৎকার। ওরা শুধু প্রশস্ত করবে ওপারে যাওয়ার পথ।
এপারেই
তবুও বৃক্ষ আছে, পাখিদের গান। নীল আকাশ আর সাদা
পাহাড়। হলুদ ধানের শীষ, সন্ধ্যার মায়াময়
আলো। নদীর আলিঙ্গন মেশে সাগরবেলাতে। এই সব এই পারে আছে। ভালোবাসা, কবিতা এবং তুমি।
সব আছে
তবু হেঁটে যাই অন্ধের মতো বোধশূন্যতায়। যেন এক রক্তকণা ভুল করে ছুটে গেছে চেতনার
কোষের গভীরে। তারপরে সব অন্ধকার।
কালো
পর্দার এপার আর ওপারের দূরত্ব প্রতিদিন কমে আসছে একটু একটু করে।
তবু
প্রার্থনা করি, তোমারই প্রিয়তম ভূমিতে জেগে ওঠো
নিষ্পাপ মানুষ। আর একবার।
No comments:
Post a Comment