তিনি চলে
যাচ্ছেন।
পথ জুড়ে
ঢল নেমেছে মানুষের।
এমনই এক
শীতের দুপুর-বিকেলে -
'যদি দূরে যাই চলে তবু
মনে
রেখ...'।
বালিকা
বয়সে ফিরছি -
মায়ের
সুরে গলা মিলিয়ে
'সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে
ওই নাচনে
নাচবে রঙ্গে...'।
সকল দাহ
কি মেটে,
মিটে যায়?
নাকি তাই
ফিরে আসা মনে মনে বারবার?
'আসব যাব চিরদিনের সেই আমি...'
রবীন্দ্রসদনে
শেষ গানটি গেয়ে উঠে যাচ্ছেন -
সুচিত্রা
মিত্র।
No comments:
Post a Comment