Wednesday, January 11, 2017

অচ্ছে দিন


বাস থেকে চোখে পড়ল হোর্ডিংটা - বাঁ দিকে কোটপড়া মোদিজীর ভরাট মুখে শান্ত স্নিগ্ধ হাসি। মাঝে গ্যাস সিলিন্ডারের ছবি ও বক্তব্য। ডানদিকে লাল পাড় সাদা শাড়িতে গা ঢেকে শ্যামলা গ্রাম্য বধূর মুখে করুণ হাসিটি।

১) মডেল হলে অভিনয়টি বাস্তবসম্মত হয়েছে, চমৎকার।
২) কিন্তু 'অচ্ছে দিন'-এ একটা শালও জোটেনি বেচারীর! ক্লাস ডিফারেন্স এতটাই প্রকট ও সত্যি। শুধু পোশাকেই নয়, হাসিতেও।

No comments:

Post a Comment