আমাদিগের ভ্রমণবৃত্তান্ত এর কাজটা করতে গিয়ে জাতীয় গ্রন্থাগারের অভূতপূর্ব সাহায্য পেয়েছি। কত যে দুষ্প্রাপ্য প্রায় হাত দেওয়া যায় না এমন পত্রিকাও হাতে করে এনে দিয়েছেন, রেয়ারে দুটো পত্রিকা চাইলে চার-পাঁচখানা এনে দিয়েছেন। কম্পিউটার সেকশনে খুঁজে দিয়েছেন সিডির পর সিডি। কীভাবে কাজটা এগোবো তার সুপরামর্শ দিয়েছেন। এখনও যখনই কাজে যাই সকলেই যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেন। খুব খারাপ কন্ডিশনের বই এখন আর সহজে পাওয়া যায় না, নিয়মের কড়াকড়ি হয়েছে, তাই সেরকম একটি বইয়ের স্ক্যানের অনুরোধ জানিয়ে এসেছিলাম। খবর পেলাম স্ক্যান হয়ে গেছে, এবারে গেলে দেখা যাবে। বাড়ি বসেই খবরটা পেয়ে যারপরনাই আনন্দ পেলাম।